আমুদরিয়া নিউজ : সোমবার সকালে দিল্লির সফদরজং এনক্লেভ এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষের পর দক্ষিণ দিল্লির বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে আউটার রিং রোডে তীব্র যানজটের খবর পাওয়া গেছে। যদিও কেউ হতাহত হননি। কর্মকর্তারা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যার ফলে প্রায় এক ঘন্টা ধরে যান চলাচল ব্যাহত হয়।
