আমুদরিয়া নিউজঃ মর্মান্তিক মৃত্যু রেল কর্মীর। অত্যন্ত বেদনাদায়ক এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে বিহারে বারাউনি জংশনে। মৃতের নাম অমর কুমার রাউত (৩৫)। ট্রেনের কামরার সঙ্গে ইঞ্জিন আলাদা করার সময় ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের বগি ও ইঞ্জিনের মাঝে চাপা পড়ে যায় ওই রেল কর্মীর দেহ। তার জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক দূর্ঘটনার ছবি উঠে এসেছে। মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছেন নেটিজনেরা। পাশাপাশি রেলে যেখানে অনেক আধুনিকীকরণ হচ্ছে, সেখানে (সানটিং অপারেশন) ট্রেনের ইঞ্জিন থেকে বগি পৃথক করার পুরোনো পদ্ধতি পরিবর্তনের দাবি করা হচ্ছে।