আমুদরিয়া নিউজঃ ডুয়ার্সের জঙ্গলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। আলিপুরদুয়ার জেলার চিলাপাতা জঙ্গলের কোর এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বুনো হাতির কবলে পড়ে প্রাণ গেল ৩ মহিলার। আরও একজন মহিলা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। হাতির আক্রমণে তাঁর পা ভেঙে গিয়েছে এবং হাতে চোট লেগেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জলদাপাড়া বন্য প্রাণ বিভাগের অন্তর্গত চিলাপাতা রেঞ্জের বানিয়া বিটের ৫ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে এই ঘটনা ঘটে। হাতির হানায় ঘটনাস্থলে চাঁদমণি ওরাও, সুকুরমণি কাছুয়া ও রেখা বর্মনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহত হন নিমা চারুয়া। এরা প্রত্যেকেই দক্ষিণ মেনদাবাড়ির বাসিন্দা।
বন কর্মীদের নজরদারি এড়িয়ে এই মহিলারা কীভাবে জঙ্গলের কোর এরিয়ায় ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর বন কর্মীরা জঙ্গলে টহলদারি আরও জোরদার করে। বন দফতরের সহযোগিতায় মৃত দেহ গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে বলে কালচিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে এক সঙ্গে তিন মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ মেনদাবাড়ি এলাকায়। পাশাপাশি আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।