আমুদরিয়া নিউজ ডেস্ক: ট্রাফিক আইন ভেঙেছেন রাজস্থানের পরিবহণ মন্ত্রীর ছেলে।
সে জন্য সাত হাজার টাকা জরিমানা করা করেছে সেখানকার পরিবহণ দফতরই। পরিবহণ দফতরের মন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তিনি ডুডু বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তা নিয়ে আলোড়ন পড়ে যায়। সূত্রের খবর, ট্রাফিকের তিনটি আইন অমান্য করার জন্য জরিমানা করা হয়েছে মন্ত্রীপুত্রকে। প্রথমত, বিনা অনুমতিতে বিশেষ ধরনের গাড়ি চালানোর জন্য ৫ হাজার টাকা। সিট বেল্ট না লাগানোয় ১ হাজার টাকা। তৃতীয়ত, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলায় ১ হাজার টাকা।