রিপোর্টার, আলিপুরদুয়ার, ১১ সেপ্টেম্বরঃ দুর্গা পুজোর মত করম পুজোতে সরকারি অনুদান প্রদানের দাবি করল বন্ধ চা বাগানের শ্রমিকরা। এ বছর করম বাবার কাছে বাগান খোলার আর্জি জানাবে বন্ধ চা বাগানের শ্রমিকরা। আগামী ১৪ সেপ্টেম্বর করম উৎসব। আদিবাসী সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব করম পুজো। উত্তরবঙ্গের চা বলয়ে ধূমধামের সহিত পালিত হয় করম পুজো। বর্তমানে প্রতিটি চা বাগানে করম পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বন্ধ তোর্ষা চা বাগানের শ্রমিকদের মন ভার, তারাও এবছর করম পুজোর আয়োজন করছে ঠিকই, কিন্ত পূর্বের মত ধূমধামের সহিত জাঁকজমক ভাবে হবে না এবারের করম পুজো। চা বাগান বন্ধ থাকায় কোন রকম ভাবে এবারের পুজো পার করতে চান তারা।
ভিডিও দেখুন এখানে: https://youtu.be/jVBoCtZXhv0
এই বিষয়ে বন্ধ চা বাগানের করম পুজো আয়োজক কমিটর পক্ষ থেকে সুজিত মুণ্ডা জানান, বর্তমান বাগানের যা অবস্থা, তাতে পুজো করার মত পরিস্থিতি নেই। বাগান বন্ধ, তাই শ্রমিকদের হাতে টাকা পয়সা নেই। তাও কোন রকম ভাবে করম পুজো করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার বাসিন্দারা। শ্রমিকরা জানান, রাজ্য সরকার যেমন দুর্গা পুজোতে অনুদান দেয় , তেমন যদি করম পুজোতেও অনুদান প্রদান করত অল্প কিছু অনুদান প্রদান করে তা হলে আদিবাসীদের সুবিধা হত। বন্ধ চা বাগানের শ্রমিকরা জানান জানান, সবার কাছ থেকে অর্থ সংগ্ৰহ করে আমরা করম পুজোর আয়োজন করছি। এই করম পুজো আমাদের প্রধান উৎসব। আদিবাসী সমাজের প্রধান ও সব থেকে বড় উৎসব করম। সে জন্য রাজ্য সরকারের এই পুজোতেও অনুদান দেওয়া উচিত বলে আদিবাসীদের দাবি।