আমুদরিয়া নিউজঃ রাজ্যের ৬ টি বিধানসভা কেন্দ্রে আজ উপ নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়ে গেছে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে। সকাল সকাল ভোট দিলেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। এদিন সকালে স্বামী সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সঙ্গে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এরপর বিভিন্ন বুথে গিয়ে ঘুরে দেখেন। এদিন সকালে একটি বুথ পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তিনি।
তৃণমূল প্রার্থীর অভিযোগ, ওই বুথে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা কখনও ভোট কক্ষের ভিতরে ঢুকে যাচ্ছে, ভোট কেন্দ্রের ভিতরে উঁকিঝুঁকি দিচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তার বচসা হয়। তিনি তাদের এই সব না করতে সতর্ক করেন। ভোট নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, জিতবেন তো নিশ্চিত। তবে লিড কতদূর ছাপিয়ে যায় সেটাই দেখার।