আমুদরিয়া নিউজ : দক্ষিণবঙ্গের আরামবাগে প্রতিবেশীকে গণধোলাই দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক তৃণমূল কংগ্রেস নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। মহাপঞ্চমীর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেয়ে পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, মৃতের নাম দেবাশিস আশ (৪২)। ধৃতের নাম হেমন্ত পাল। তিনি আরামবাগের পুর এলাকার একটি ওয়ার্জের তৃণমূল কংগ্রেস সভাপতি। দেবাশিসবাবু তাঁর বাড়ির একজনের খোঁজ করতে বেরিয়েছিলেন। তিনি দেখেন, তাঁর ভাগ্নের সঙ্গে দেবাশিসের ঝগড়া চলছে। তিনি থামাতে গেলে তাঁকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।