আমুদরিয়া নিউজ : মালদহের প্রবীণ তৃণমূল নেতা ও কাউন্সিলর দুলাল সরকারকে খুনে যুক্ত দুই সন্দেহভাজনের হদিশ পেতে পুরস্কার ঘোষণা করল মালদহ জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, দুলাল সরকার খুনে আরও দুই অভিযুক্ত হল কৃষ্ণা রজক ও বাবলু যাদব। ওই দুজনের হদিস দিলে পুলিশ ২ লক্ষ টাকা করে পুরস্কার দেবে। খবরদাতার পরিচয় গোপন রাখা হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মহানন্দাপল্লির বাড়ির কাছে গুলি করে মারা হয় তৃণমূল নেতা দুলালবাবুকে। এর পরে পুলিশের ভূমিকা নিয়ে ভৎর্সনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৫ জনকে পুলিশ গ্রেফতার করে। দুজন বিহারের। বাকি দুজন মালদহের। তাদের ধরতে পুলিশ পুরস্কার ঘোষণা করেছে।