আমুদরিয়া নিউজ : সকাল সকাল রোমহর্ষক শুটআউট উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। নিহত তৃণমূল নেতা অশোক সাউ। সকাল ৯ নাগাদ ঘটনাটি ঘটে। চায়ের দোকানে ঢুকে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে দুষ্কৃতিরা পর পর চার রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গিয়েছে।
এরপর তারা সেখানে দুটি বোম ছুড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে সেখানে ছুটে আসে ব্যারাকপুর কমিশনারেটের সিপি সহ অন্যান্য পুলিশ আধিকারিক। তারা ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরা ক্ষতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল নেতাকে শুটআউটের ঘটনার পর থেকেই থমথমে ভাটপাড়া।