আমুদরিয়া নিউজ ডেস্ক : আরজি কর কাণ্ড নিয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল। কারণ, রবিবার রাত ৮টা নাগাদ কলকাতার সিঁথিতে তৃণমূল নেতা সুদীপ্ত রায়ের বাড়িতে যায় তদন্তকারীদের একটি দল। প্রায় চার ঘণ্টা ছিল সিবিআইয়ের দলটি। রাত ১১টা নাগাদ তদন্তকারীরা চলে যান।
গত ১২ সেপ্টেম্বর শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতেও তল্লাশি হয়েছিল। ফলে অস্বস্তি বাড়ছে তৃণমূলে।