আমুদরিয়া নিউজঃ মাদারিহাট উপ নির্বাচনের আগে অস্বস্তিতে বিজেপি। আলিপুরদুয়ারের চা বলয়ের নেতা ও প্রাক্তন সাংসদ জন বারলাকে নিয়ে চাপে বিজেপি। মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনের আগে সোমবার এই বিজেপি নেতার সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল দেবনাথ। আর এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে ওই তৃণমূল নেতার দাবি, সৌজন্য সাক্ষাৎ।
যদিও সাংবাদিকদের সামনে জন বারলা এদিন নাম না করে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগগাকে কটাক্ষ করে তিনি জানান, এখানে একজনই সভাপতি, এমপি, এমএলএ । আমরা বসে আছি। আমাকে ছাড়া জিততে পারলে ভালো! উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে পুনরায় বিজেপি তাকে প্রার্থী না করে মনোজ টিগগাকে প্রার্থী করায় সরাসরি বিরোধিতা করেছিলেন জন বারলা। এবারও উপ নির্বাচনের আগে তার ক্ষোভের মুখে বিজেপির জেলা নেতৃত্ব। তবে কি এবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বারলা। তা সময়ই বলবে।