আমুদরিয়া নিউজ: ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির পক্ষে তিনজন বিজেপি সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বরখাস্ত করার দাবি তুলেছেন। তা ছাড়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর করানোর অনুরোধ করেছেন তাঁরা।
তিনজন হলেন, সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, নিশিকান্ত দুবে এবং অপরাজিতা সারঙ্গি। তাঁরা সংসদীয় বিধির ৩১৬বি (এ) ধারার উল্লেখ করেছেন, লিখেছেন, কল্যাণবাবুর আচরণ ক্ষমার যোগ্য নয়। ইতিমধ্যে কল্যা্ণবাবুকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। সেটা যথেষ্ট নয় বলেই দাবি করেছেন গেরুয়া শিবিরের তিন সাংসদ।