আমুদরিয়া নিউজঃ ক্রমশ ব্যবধান বাড়ছে সিতাই বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়ের। বিরোধী প্রার্থীদের ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছে তার প্রাপ্ত ভোটের সংখ্যা। প্রথম রাউন্ড থেকে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। প্রথম রাউন্ডে প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ড শেষে ব্যবধান আরও বেড়ে গিয়ে ২৫ হাজার পেরিয়ে গিয়েছে।
এই মুহূর্তে জানা যাচ্ছে পঞ্চম রাউন্ড শেষে এখন তিনি প্রায় ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছে। প্রথম থেকে যা ট্রেনড দেখা যাচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় জয়ী হতে চলেছে। এবার দেখার বিষয় ব্যবধান কি লক্ষ পার হয় কিনা। তবে তৃণমূল কংগ্রেস আগে থেকেই আশাবাদী সঙ্গীতা রায় সিতাই কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জিতবন। অবশ্য বেলা গড়ালেই তা জানা যাবে।