আমুদরিয়া নিউজঃ জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত। লক্ষাধিক ভোটে জিতবেন আশা করছেন সিতাই বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। শুক্রবার দিনহাটা মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়ে একথা জানান তিনি। এদিন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতিতে মনোনয়ন জমা করেন সঙ্গীতা। এদিন তার স্বামী কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল আহমেদ, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মা, প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ আরও অনেকে। প্রার্থী সঙ্গীতা রায় বলেন, লক্ষাধিক ভোটে জিতব। সারা বছরই প্রচার করি, মানুষের পাশে থাকি। বিরোধীদের জামানত জব্দ হবে দাবি তাঁর। বিজেপিকেও গুরুত্ব দিতে নারাজ তিনি।