আমুদরিয়া নিউজ : দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টিকে (আপকে) নিঃশর্ত সমর্থন করল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূলের পক্ষ থেকে খোলাখুলি আপকে সমর্থনের কথা ঘোষণা হয়েছে। তার পরেই অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি ব্যক্তিগতভাবে মমতা দিদির কাছে কৃতজ্ঞ। সময় খারাপ হোক বা ভাল, সবসময় এভাবে আমাদের সমর্থন করার জন্য এবং আমাদের আশীর্বাদ করার জন্য দিদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।