আমুদরিয়া নিউজ : দীর্ঘদিন হাতে কাজ না থাকলেও টিকে থাকতে পেরেছেন। এখন তিনি চিত্রনাট্য বেছে নেওয়ারও সুযোগ পান। নিজের অভিনয় দক্ষতার খাতিরেই ইদানিং বলিউডে খ্যাতির মুখ দেখেছেন তৃপ্তি ডিমরি। তবে সহজ ছিল না শুরুর পথ। সদ্য এক সাক্ষাৎকারে তৃপ্তি জানান, ইন্ডাস্ট্রির কোন এক ব্যক্তি খুব খারাপ কথা বলে অপমান করেছিলেন। সেদিনই একটা বড় হিট না দিয়ে বলিউড তথা মুম্বই না ছাড়ার সিদ্ধান্ত নেন আত্মবিশ্বাসী নায়িকা।