ট্রুডো নিজের ভুল চাপা দিতে ভারত বিদ্বেষী, অভিযোগ কানাডার বিরোধী দলের
আমুদরিয়া নিউজ : দেশের নানা সমস্যা ও নিজের ভুল চাপা দিতেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্থী নেতার খুন নিয়ে হইচই করছেন বলে অভিযোগ উঠল। কানাডার প্রধান বিরোধী দল পিপলস পার্টির নেতা মাক্সিম বার্নিয়ের ওই অভিযোগ তুলে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেন, ওই জঙ্গিকে কেন কানাডার নাগরিকত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। এখন সে সব চাপা দিতেই এ সব বিতর্ক বাড়ানো হচ্ছে।