আমুদরিয়া নিউজ : আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হলেও জেল বা জরিমানা কিছু হচ্ছে না বলে জানিয়ে দিল সে দেশের আদালত। শুক্রবার আদাবতে ভার্চুয়ালি হাজিরা দেন ট্রাম্প। তিনি দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ।
তা শোনার পরে আদালতের বিচারক জানিয়ে দেন, ডোনাল্ড ট্রাম্পকে নিঃশর্ত অব্যাহতি দেওয়া হচ্ছে। কেন এই অব্যাহতি সেই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, দেশের সর্বোচ্চ পদে যিনি বসতে চলেছেন তাতে হস্তক্ষেপ না করার কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।