আমুদরিয়া নিউজ : লেখক উডওয়ার্ড তার প্রকাশিতব্য বই ওয়ার-এ দাবি করেছেন, ট্রাম্প এক সহযোগীকে তার রিসর্ট ছেড়ে চলে যেতে বলেছিলেন। কারণ, তিনি এক শীর্ষ রুশ নেতার সঙ্গে বৈঠক করবেন।
যদিও ট্রাম্পের প্রচার শিবির অভিযোগ উড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এক মুখপাত্র স্টিভেন চেউং দাবি করেন, উডওয়ার্ড ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে আক্রান্ত। কিছুটা উম্মাদ। ৭৮ বছর বয়সী ট্রাম্পও অভিযোগ অস্বীকার করেছেন।