আমুদরিয়া নিউজ : পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় সাজা ঘোষণার উপরে স্থগিতাদেশ চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, তাঁর আর্জি খারিজ করে দিল সে দেশের আদালত। শুক্রবার তাঁর আবেদন খারিজ করেছে আমেরিকার শীর্ষ আদালত। ফলে প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের আগে সমস্যা বাড়ল ভাবী মার্কিন প্রেসিডেন্টের।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। গত বছর মে মাসে প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নিউইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত ছিল।
ভোটে জেতার পরে মামলার শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন তিনি। সেই আর্জি খারিজ করে আদালত বলে দিয়েছে, প্রেসিডেন্ট পদে বসলেও এই মামলায় রক্ষাকবচের জায়গা নেই।