আমুদরিয়া নিউজ : আমেরিকায় প্রেসিডেন্ট ভোট হবে আগামী ৫ নভেম্বর। তার প্রাক্কালে আবার যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। প্রাক্তন মিস সুইজারল্যাবন্ড প্রতিযোগী ব্রিটিশ কিউল আগের মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ১৯৯৩ সালে নিউ ইয়র্কে নিজের হোটেলের স্যুইটে ব্যুক্তিগত কথা বলার ছল করে তাঁকে ডেকে জবরদস্তি জাপটে ঠোঁটে ও ঘাড়ে চুমু খান। তাঁর অভিযোগ, ট্রাম্পের হাত শরীরের বিভিন্ন জায়গায় চাপ দিয়ে পোশাক খোলার চেষ্টা করে। তিনি কোনমতে রেহাই পান। ট্রাম্পের প্রেস সেক্রেটারি অবশ্য গোটা অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।