আমুদরিয়া নিউজ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ কর আরোপ করতে চলেছে আমেরিকা। অর্থাৎ, শনিবার থেকেই দেশ দুটি থেকে আসা পণ্যের ওপর এই কর আরোপ শুরু হবে। তবে, ট্রাম্প উল্লেখ করেছেন, দেশ দুটি থেকে আসা তেলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
চিনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ব্যাপারেও তিনি চিন্তাভাবনা করছেন।