আমুদরিয়া নিউজ : আগামীকাল সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তি থাকবেন। শপথ গ্রহণের ট্রাম্প কোন কোন দেশে যাবেন সেই ব্যাপারে ওয়াল স্ট্রিট জার্নালে লেখা হয়েছে. তাতে রয়েছে, দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ভারত ও চিন সফর করবেন। দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে ট্রাম্প চিন ও তার পরেই ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন।
সেই সঙ্গে এবার হোয়াইট হাউসে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারেন ডোনাল্ড ট্রাম্প।