আমুদরিয়া নিউজ : আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর পদে ডঃ জয় ভট্টাচার্যকে মনোনীত করেছেন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতায় জন্ম জয়বাবুর। সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবী স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে গিয়ে দেখা করেন।
এর পরই ২৬ নভেম্বর জয়কে হেল্থ ডিরেক্টর পদে বসানোর ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে হেলথ পলিসি নিয়ে পড়ান তিনি। ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিকস রিসার্চের সঙ্গে যুক্ত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমডি এবং পিএইচডি ডিগ্রি আছে জয়ের।