আমুদরিয়া নিউজ : মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খনিজ আমদানির উপর নতুন শুল্ক আরোপের তদন্তের নির্দেশ দিয়েছে। আদেশ অনুসারে, কোবাল্ট, নিকেল এবং ১৭টি বিরল মাটি সহ সকল গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ওপর সম্ভাব্য শুল্ক আরোপ নিয়ে তদন্ত করা হবে। অনেকে মনে করছেন এই শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্যে চিনের মত বড় দেশ গুলির সাথে আমেরিকার বিরধের একটি বড় কারণ হয়ে দাঁড়াবে। বলা বাহুল্য, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর ২৫% বিশ্বব্যাপী শুল্ক আরোপের জন্য একই আইন ব্যবহার করেছিলেন।
