আমুদরিয়া নিউজ : আমেরিকায় আগামী ১০ জানুয়ারি থেকে টিকটক নিষিদ্ধ হওয়ার আদেশ আগেই জারি হয়েছে। কিন্তু, টিকটক কর্তৃপক্ষ সে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করে আদেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। তার আহে আমেরিকার সুপ্রিম কোর্টকে আপাতত টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর না করতে অনুরোধ করেছেন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি মনে করেন, তাঁর শপথ গ্রহণের পরে এ নিয়ে আলোচনা করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হতে পারে। ঘটনা হল, ট্রাম্প শপথ নেবেন ২০ জানুয়ারি। তার একদিন আগে টিকটক নিষিদ্ধের নির্দেশ কার্যকর হলে তা তুলতে ট্রাম্পকে বিস্তর কাঠখড় পোড়াতে হবে।