আমুদরিয়া নিউজ : ভারত, চিন,দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও রাশিয়ার মত আরও অনেক শক্তিধর দেশ নিয়ে তৈরি ব্রিকসকে জি-৭ জোটের অন্যতম প্রতিপক্ষ হিসাবে ধরা হয় , যার সদস্যদের মধ্যে রয়েছে আমেরিকা ও ব্রিটেন।
বিশ্বে ব্রিকসের এই উত্থান ও গুরুত্বকে লঘু করতেই ট্রাম্প এই গোষ্ঠীর দেশগুলোর উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন । তার এই নির্দেশ কার্যকর হলে সমস্যায় পড়তে হবে ব্রিকসকে। মার্কিন শুল্কের জন্য অন্য দেশও হয়তো এই গোষ্ঠীর সদস্য হতে এগিয়ে আসবে না এমনই মনে করছেন ট্রাম্প। তার মূল উদ্দেশ্য আমেরিকাই যাতে সর্বক্ষেত্রে শক্তিশালী হয়।