আমুদরিয়া নিউজ : আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে প্যালেস্টাইনের হামাস সশস্ত্র গোষ্ঠীকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। তিনি এক সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন, শপথ গ্রহণের আগে হামাসের হাতে পণবন্দিদের মুক্তি দিতে হবে না হলে আমেরিকা ধ্বংসযজ্ঞ চালাবে ওই এলাকায়।
২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস ১০০০ জনকে হত্যা করে। ২৫০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস। তাতে ইসরায়েল ছাড়াও নানা দেশের, আমেরিকারও কয়েকজন রয়েছেন। এই পণবন্দিদের ছাড়া নিয়ে নানা আলোচনা হলেও কাজ হয়নি। ইসরায়েল লাগাতার যুদ্ধ চালিয়েও হদিস পায়নি।