আমুদরিয়া নিউজ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবেন বলে আগেই ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরে সেই চেষ্টা জোরদার করেছেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ বন্ধের অনুরোধ করবেন ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও ট্রাম্প ফোন করবেন মুখপাত্রটি দাবি করেছেন। তবে পুতিনের তরফে সাড়া না মিললে অর্থনৈতিকভাবে রাশিয়ার উপরে চাপ সৃষ্টির পথে যেতে পারে আমেরিকা।
