আমুদরিয়া নিউজ ডেস্ক : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হয়নি। তিনদিন ধরে আমেরিকায় সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর খুব ভাল বন্ধু মোদী এবং তাঁর সঙ্গে দেখা হবে। অনেকে ভেবেছিলেন তিনদিনের সফরের ফাঁকে কোথাও দেখা হতে পারে।
কিন্তু, ভারতের প্রধানমন্ত্রীর তিনদিনের সফর এতটাই আঁটোসাটো ছিল যে ট্রাম্প দেখা করার সুযোগই পাননি। অবশ্য কোয়াডের শীর্ষ সম্মেলন ও রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে গিয়ে নরেন্দ্র মোদী এতটাই ব্যস্ত ছিলেন, যে আমেরিকার আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও তাঁর দেখা হয়নি। এই ঘটনায় ট্রাম্পের যে মুখ কিছুটা হলেও পুড়েছে তা বলাই বাহুল্য।