আমুদরিয়া নিউজ : বেশ ভালই ঘুম দিয়েছিল এক স্কুল পড়ুয়া। ঘুম থেকে উঠেই শুরু হয় স্কুলে যাওয়ার তাড়া। খেয়ে দেয়ে ড্রেস পড়ে একেবারে রেডি। ব্যাগ নিয়ে বারান্দায় আসতেই চক্ষু চড়কগাছ তার। বাইরে সন্ধ্যা হয়েছে তখন সবে। আসলে ওই পড়ুয়া ছুটির দিনে দুপুরবেলা নিদ্রা গিয়েছিল। বুঝতেই পারেনি যে সে রাতে ঘুমোচ্ছে না দিনে। ঘুম থেকে উঠে সে লেগে পড়ে রোজকার মতো। তার ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়ার আদ্যোপ্রান্ত রেকর্ড করে সম্প্রতি তার এই ভিডিওটি পোস্ট করেছেন তারই বাড়ির লোক। ভিডিও দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি।
