আমুদরিয়া নিউজ : বাড়ির সিসিটিভি ফুটেজে এক মালিকের তিন পোষ্যের ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। তাদের মধ্যে দুটি কুকুর, একটি বিড়াল। একমনে টিভি দেখছিল কুকুর দুটি। আর বিড়াল ছিল টিভির পেছনে। নড়াচড়া করতে গিয়ে বিড়ালের পা লেগে হঠাৎই টিভি পড়ে যায় মাটিতে। আর কে দেখে ? বিড়াল এক লাফে সোজা তার থাকার বাক্সে। একটি কুকুর জানলা পা দিয়ে ঠেলে বাইরে। শুধু ভেতরে রয়ে যায় অন্য কুকুরটি। সেটিও জানলা দিয়ে বের হওয়ার তালেই ছিল। কিন্তু বাইরে থেকেই আবার পা দিয়ে ঠেলে জানলা বন্ধ করে দেয় সদ্য পালিয়ে যাওয়া কুকুরটি। আর কী করা ? মালিক এসে বেশ বকাঝকা করেন ঘরে রয়ে যাওয়া পোষ্যটিকে।
