আমুদরিয়া নিউজ : চিকিৎসায় নোবেল জয়ীদের নাম ঘোষণা করল নোবেল কমিটি। দুজন মার্কিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন এবার। তাঁরা হলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের ভূমিকার জন্য তারা দুজনে নোবেল পেলেন।
