আমুদরিয়া নিউজ : শুক্রবার মাথাভাঙা ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারি গ্রামে দুটি বাইসন ঢুকে পড়ে। তাতে এলাকায় আতঙ্ক ছড়ায়। বন দফতর, পুলিশ সেখানে যায়। বাইসন দুটিকে তাড়া করলে সেগুলি সরে যায়। পরে ফালাকাটার গুদামটাড়ি এলাকায় বাইসন দুটিকে দেখা যায়।
