আমুদরিয়া নিউজ : করাচি বিমানবন্দরের কাছে পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির একটি কনভয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলা। হামলায় অন্তত ২ জন নিহত এবং ১০ জন আহত। পাকিস্তানের ‘সন্ত্রাসী হামলায়’ দুই নাগরিক নিহত, একজন আহত, বলছে চীন। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
সাংবাদিকদের কাছে ইমেল করা এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিস্ফোরণের দায় স্বীকার করে বলেছে যে, ইঞ্জিনিয়ার সহ চীনা নাগরিকদের লক্ষ্য করে একটি গাড়ি-বাহিত ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলা চালানো হয়।
বেলুচিস্তান লিবারেশন আর্মি চীনাদের টার্গেট করছে কেননা তারা চায়না যে, আরব সাগরের কৌশলগত বন্দর গদর-বেইজিং ইসলামাবাদকে অর্থাৎ তাদের প্রদেশকে শোষণ করার জন্য ব্যবহার করছে চীনারা। বিএলএ সেখানকার চীনা নাগরিকদের হত্যা করে এবং করাচিতে বেইজিংএর কনস্যুলেটেও হামলা চালায় বলে বিশেষ সূত্রের খবর।
সোমবার সকাল সকাল এক বিবৃতিতে চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে যে, তারা ‘সন্ত্রাসী হামলা’র চীব্র নিন্দা করছে এবং ‘পাকিস্তান যেন এই হামলার পূর্ণাঙ্গ তদন্ত করতে তৎপর হয়, অপরাধীদের কঠোর শাস্তি দিতে এবং চীনা নাগরিকদের, প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য এবং পাকিস্তানের প্রকল্পর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে।
এদিকে বিএলএ বেলুচিস্তানের স্বাধীনতা চায়। ইরান এবং আফগানিস্তানের সীমান্তে পাকিস্তানের বৃহত্তম এবং স্বল্প জনসংখ্যার প্রদেশ বেলুচিস্তান।
যদিও পাকিস্তান সরকার বেলুচিস্তান লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইতিপূর্বে।