সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৪ ডিসেম্বর: বড়দিন উপলক্ষে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে ও এশোশিয়েসন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজম ডুয়ার্স এর সহায়তায় শহরের পার্ক রোডে অনুষ্ঠিত হচ্ছে দুদিনের সান্টা উৎসব। জানা গেছে চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর দুদিন সন্ধ্যায় এই উৎসব হবে। উৎসব উপলক্ষ্যে পার্ক রোডকে সাজিয়ে তোলা হয়েছে বর্নিল আলোক মালায়। সন্ধ্যায় থাকছে সঙ্গীতের আয়োজন। মায়াবী আলোয় সঙ্গীতের মূর্ছনায় সান্টা উৎসবে আগত সকলকে স্বাগত জানাবে।
উৎসব প্রাঙ্গনে থাকছে মুখরোচক খাবারের বিভিন্ন স্বাদের নানা স্টল। জেলা প্রশাসন এই উৎসবে অংশ নিতে আহবান জানাচ্ছে সকলকে আর অংশ গ্রহনের জন্য কিউ আর কোড স্ক্যান করে নিজের নাম ভর্তি করতে হবে বলে জানিয়েছে প্রশাসন।