আমুদরিয়া নিউজ : একই দিনে অবতরণে বিধ্বস্ত হল ভারতের বিমান বাহিনীর দুটি বিমান। হরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণ পপরেই একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অপর একটি এএন-৩২ পরিবহণ বিমান পশ্চিমবঙ্গের বাগডোগরায় দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে, জানা যায়, উভয়ক্ষেত্রেই কেউ আহত হননি। দুটি ঘটনার কারণই খতিয়ে দেখা হচ্ছে।