আমুদরিয়া নিউজঃ বড়দিনের আনন্দের মাঝে দার্জিলিং চিড়িয়াখানায় এসে পৌঁছল নতুন অতিথি। নেদারল্যান্ডসের রটারড্যাম থেকে এক জোড়া রেড পান্ডা নিয়ে আসা হল পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার সকালে ওই দুই রেড পান্ডাকে নিয়ে আসা হয়েছে। তাদের একটির নাম বিশাল, অপরটির নাম কোশি। রেড পান্ডা দুটোরই বয়স আড়াই বছর। সুদূর নেদারল্যান্ডস থেকে আসা দুটি রেড পান্ডা সুস্থ রয়েছে।
কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, আগামী এক মাস রেড পান্ডা দুটিকে নিভৃত বাসে রাখার পর দর্শকদের জন্য চিড়িয়াখানায় ছাড়া হবে। এই দুটিকে নিয়ে বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হল ২১। নতুন অতিথি আসায় খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে শুরু দার্জিলিংয়ের সাধারণ মানুষ।