আমুদরিয়া নিউজ : সোমবার ভোর বেলায় কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ধাক্কায় এনজেপি স্টেশনের কাছে মৃত্যু হয় দুই ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনেই চা শ্রমিক এবং সেদিন তারা মদ্যপ অবস্থায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন বলে সন্দেহ পুলিশের। অন্যমনস্কতার কারণে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের। পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।