আমুদরিয়া নিউজ : বুধবার থেকে বৃহস্পতিবার মধ্যে রাজস্থানের এডুকেশন হাব কোটায় দুই পড়ুয়া আত্মঘাতী হযেছে। তাঁদের একজন মধ্যপ্রদেশ ও অন্যজন হরিয়ানার বাসিন্দা। দুজনেই জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিতে কোটায় ছিল।
মধ্যপ্রদেশের পড়ুয়ার নাম অভিষেক। ২০ বছর বয়সী অভিষেক ২০২৪ সালের মে মাসে কোটায় জয়েন্টের কোচিংয়ের জন্য গিয়েছিল। পিজিতে থাকতেন। বুধবার রাতে অভিষেককে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হরিয়ানার বাসিন্দার নাম নীরজ (১৯)। তিনি হস্টেলেই থাকতেন। সেখানেই তাঁর ঝুলন্ত দেহ মিলেছে। ২০২৩ সালে কোটায় ২৩ জন পড়ুয়া আত্মঘাতী হয়। ২০২৪ সালে ১৭ জন।