আমুদরিয়া নিউজ : কদিন আগেই আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তুমুল বাকবাতণ্ডা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টের। অনেকেই ওই দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা করছিলেন। এই অবস্থায়, মঙ্গলবার আমেরিকা ও ইউক্রেন যৌথ বিবতিতে ঘোষণা করেছে, আপাতত রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি করা যেতে পারে। পরে উভয় পক্ষের সম্মতিতে বাড়ানো যেতে পারে এবং রাশিয়া রাজি থাকলে একযোগে তা বাস্তবায়ন করা যেতে পারে। এই প্রস্তাবগুলো রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে। রাশিয়া রাজি থাকলে যুদ্ধবিরতি কার্যকর হবে।
