আমুদরিয়া নিউজ : একজন ইউনানি ডাক্তারের চেম্বারে ক্ষতস্থান ড্রেসিং করানোর অছিলায় ঢুকে তাঁকে গুলি করে মেরে পালিয়েছে দুই নাবালক। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বুধবার গভীর রাতের ঘটনা। হাসপাতালের কর্মীরা জানান, গভীর রাতে হাসপাতালে গিয়ে পায়ের ক্ষতস্থানের ড্রেসিং করাতে চায়। ইউনানি মেডিসিনের চিকিৎসক ডাঃ জাভেদ আখতারের কেবিনে তাদের পাঠানো হয়। কয়েক মিনিট পরে দুই কর্মী গুলির শব্দ শুনতে পেয়ে দেখেন চিকিৎসক চেয়ারে রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে আছেন। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দুই খুনির হদিস মেলেনি। খুনের কারণ রাত অবধি জানা যায়নি। পান। তারা দ্রুত ডাক্তারের কেবিনে গিয়ে দেখেন তার মাথা থেকে রক্ত ঝরছে।