আমুদরিয়া নিউজ : সমুদ্রের গভীরে গিয়ে বিয়ের আসর! তাও হল। সৌদি আরবের হাসান আবু আল ওলা ও ইয়াসমিন দফতারদার তাঁদের বিয়েকে স্মরণীয় করে রাখতে এমন অভিনব আয়োজন করেছিলেন। জেড্ডায় আরব সাগরের স্বচ্ছ জলরাশির নিচে কোরালের পাঁচিলের সামনে বিয়ে হয় তাঁদের। সেখানকার স্কুবা ডাইভিংয়ের একটি দল সহযোগিতা করে।
