আমুদরিয়া নিউজ : দুর্গাপুোজর সময়ে বাংলাদেশের সংখ্য়ালঘুর নানাভাবে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। লেখিকা তসলিমা নাসরিন তো ফেসবুকেই বিশাল পোস্ট দিয়েছেন। এই অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সেখানকার হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার বার্তা দিল ভারত।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে শুক্রবার জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বার বার বার্তা দিয়েছে ভারত। ভারতের আশা, অন্তর্বর্তীকালীন সরকার সেখানকার হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করবে। দুর্গাপুজোর সময় কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয় এবং তা ঘটলে সেটা ভাল হবে না বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি পুজো সকলের জন্য শুভ হোক বলেও মন্তব্য করেছেন।