আমুদরিয়া নিউজ : জেলবন্দি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, কৃষ্ণসার হরিণ হত্য়া মামলয় অভিযুক্ত সলমন খানকে খুন করা হবে। সে জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছিল সলমনের।
এবার বাবা সিদ্দিকি খুনের পরে সেই নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হল। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ওই অ্যাপার্টমেন্ট প্রায় ঘিরে ফেলেছে। সলমন চড়ছেন বুলেট প্রুফ গাড়িতে। এখন তিনি যেখানেই যাবেন, আগে ও পিছে থাকবে মুম্বই পুলিশের পাহারাদার গাড়ি।