আমুদরিয়া নিউজ: মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা করেছিলেন, পুনর্বাসন ছাড়া কোথাও কাউকে উচ্ছেদ করা হবে না। অথচ শিলিগুড়িতে সোমবার, ৩০ ডিসেম্বর সকালে আগাম নোটিস ছাড়াই ৩টে জেসিবি এনে চম্পাসারি বাজারের ১১৭ খানা দোকান সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দিলো শিলিগুড়ি পুর নিগম। এর আগেও বারংবার নোটিশ সহ দোকানদারদের সতর্ক করা হলেও তারা দোকান তুলতে নারাজ ছিল। এমনকি দিনকয়েক আগে প্রত্যেক দোকান থেকে ৪ ফুট জায়গাও ছেড়ে দিয়েছে তারা। তবে, আজ সাত সকালে পুলিশ ফোর্স এনে সব দোকান ভেঙে দেওয়া হলো। কাজে বাধা দিতে যাওয়ায় অনেকজনকে আটকও করেছে পুলিশ। বহু বছরের জীবিকা হারিয়ে এদিন রাস্তায় বসে কাঁদতে দেখা গেলো ব্যবসায়ীদের।
অবশ্য রাস্তা চওড়া করার জন্য এই পদক্ষেপ আবশ্যক ছিল বলে অনেকেরই মত। শিলিগুড়ি শহরে চম্পাসারি মোড় একটি ব্যস্তবহুল জায়গা। যেখানে রোজ যানজটের মত ঘটনা নতুন কিছু নয়। রাস্তার কাজ শুরু করতে হলে দোকান উৎখাত করা ছাড়া আর উপায় ছিল না। যদিও দিলীপ বর্মণ শীঘ্রই তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন, তবে আপাতত কয়েক মাস কষ্ট করেই দিন চালাতে হবে ব্যবসায়ীদের।