আমুদরিয়া নিউজ : ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপরে হামলা চালানো শুরু করেছে আমেরিকার সেনা। শনিবার থেকে হামলায় হুতিদের অন্তত ২৪ জন মারা গিয়েছেন বলে মার্কিন সেনাবাহিনীর দাবি। দুদিন আগেই ইরানকে সতর্ক করে দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানকে হুতিদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। না হলে আমেরিকা কড়া জবাব দেবে।
