আমুদরিয়া নিউজ ডেস্ক:মঙ্গলবার দাবি করেছেন, তিনি শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। এবং আমেরিকাতেই। কিন্তু, কবে, কীভাবে, সে জন্য আগাম কথাবার্তা হয়েছে কি না তা স্পষ্ট করেননি। ট্রাম্প ভারতের নানা বিষয়ের সমালোচনা করলেও বরাবরই মোদীর ভক্ত হিসেবে নিজেকে দাবি করেন।
ট্রাম্প যখন ভারতে এসেছিলেন, তাঁকে রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করেছিলেন মোদী। পরিবর্তে মোদী যখন ট্রামের শাসনকালে আমেরিকায় গিয়েছিলেন, তাঁকেও হাউডি মোদী বলে বিশাল আয়োজন করেছিলেন ট্রাম্প।
এবার আমেরিকায় ভোটের প্রাক্কালে সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ২১ সেপ্টেম্বর ভারত, অস্ট্রেলিয়াও জাপানের প্রধানমন্ত্রীদের নিয়ে পূর্ব নির্ধারিত সামিটে অংশ নেবেন। তারই ফাঁকে মোদীর সঙ্গে ট্রাম্পের দেখা হতে পারে। কিন্তু, কীভাবে, কোথায় তা এখনও কেউ জানেন না।