আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জন এফ কেনেডি (জেএফকে) হত্যাকাণ্ডের তদন্তের কয়েক হাজার পৃষ্ঠার সরকারি ফাইল জনসমক্ষে আনা হল। যে সব নথি ইন্টারনেটেও মিলবে। এই নথি সামনে আনায় গবেষক, ইতিহাসবিদ এবং আগ্রহীরা নতুন তথ্য হাতে পাবেন বলে মনে করা হচ্ছে। ১৯৬৩ সালের ২২ নভেম্বর তদানীন্তন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাসের ডালাসে সফরের সময় প্রাক্তন মার্কিন নৌসেনা লি হার্ভে অসওয়াল্ড তাঁকে হত্যা করেছিলেন। কিন্ত, অনেকে মনে করেন, অসওয়াল্ডকে কেউ মদত দিয়েছিল।
