আমুদরিয়া নিউজ : এবার আমেরিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিজেপি। ভারতের ক্ষমতাসীন জোট এনডিএ-এর প্রধান চালিকা শক্তি বিজেপি তাদের সোশাল মিডিয়া এক্স-এ একাধিক পোস্ট করে অভিযোগ করেছে, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ভারতকে অস্থির করতে চাইছে। বিজেপির অভিযোগের তির অবশ্য মূলত কংগ্রেসের দিকে।
বিজেপির সন্দেহ, বিগত ৪ বছরে কংগ্রেস যে সমস্ত বিষয়কে সামনে রেখে হইচই বাঁধানোর চেষ্টা করেছে, তা সবই আন্তর্জাতিক মাধ্যমে যে সব প্রচার হয়েছে তার উপরে ভিত্তি করে হয়েছে। যেমন, পেগাসাস নিয়ে অভিযোগ, আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ, সব কিছুর আড়ালেই আমেরিকার হাত রয়েছে বলে বিজেপির অভিযোগ। আর তা নিয়েই কংগ্রেস নানাভাবে হইচইয়ের চেষ্টা করছে বলে বিজেপির সন্দেহ।